back
Translation workpage

দুর্ভাগা দেশ

দুর্ভাগা (p. 0508) [ durbhāgā ] a unfortunate, ill-fated, unlucky; wretched, miserable. fem. দুর্ভাগিনী । Title: Wretched Country? Unfortunate Country, Unfortunate Land

রবীন্দ্রনাথ ঠাকুর
Rabindrinath Tagore

হে মোভার্গ দেশ, যাদের করেছ অপমান,

Durbharga, Mobharga.. ? অপমান = Insult - saying "wretched" country is the insult?
অপমান (p. 0041) [ apamāna ] n insult, dishonour; affront; in dignity; disgrace; defamation.  hey you who have insulted?

অপমানে হতে হবে তাহাদের সবার সমান।
মানুষের অধিকারে
বাঞ্চিত করেছে যারে

অধিকার (p. 0017) [ adhikāra ] n ownership; possession, occu pation; right, title; claim; domination, control; overlordship; authority; expe rience, knowledge
বঞ্চা
(p. 0715) [ bańcā ] v (poet.) to deceive, to beguile; (poet.) to deprive (of); (poet.) to spend or pass ('সুখে বঞ্চিবে দিন'); (poet.) to live, to lead one's life.
বঞ্চিত
(p. 0715) [ bańcita ] a deceived; beguiled, defrauded; deprived. fem. বঞ্চিতা ।
man's fraud of ownership? fraudulent ownership?

 

সম্নুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।

is remains standing right in front of you
দাঁড়ানো
(p. 0485) [ dān̐ḍ়ānō ] v to stand; to stand up; to wait (for), to await (সময় কারও জন্য দাঁড়িয়ে থাকে না);

যারে তুমে নীচে ফেল সে সোমারে বাধিবে নীচে

বাধা (p. 0742) [ bādhā ] v to stick (কাঁটায় কাপ়ড় বাধা); to be obstructed or opposed (ধর্মে বাধে); to come to happen, to ensue or begin (লড়াই বাধা); to find it difficult or im possible (বুঝতে বাধে). ☐ n. an obstacle, a hindrance, an impediment; a hitch; a prohibition; prevention; obstruction; resistance; a trouble. বাধা দেওয়া v. to obstruct, to hinder, to impede; to resist; to prevent; to oppose.

those whom you put beneath you they will put you beneath them
 

পশ্চাতে রেখেছে যারে তোমারে পশ্চাতে টানিছে,

পশ্চাত (p. 0629) [ paścāt ] adv & prep. after, at or to the back of (পশ্চাত্ আসিতেছে). □ adv. after wards, later (পশ্চাত্ বলা); in or to the west. ☐ a. living at the back; reverse (পশ্চাত্ দিক). ☐ n. the back; the back side, the rear; the future. পশ্চাতে adv. behind (গৃহের পশ্চাতে); later, after wards (পশ্চাতে বলব).

টিন (p. 0423) [ ṭina ] n tin; a cannister; tinfoil; a tinshed (টিনের বাড়ি). ̃মিস্ত্রি n. a tinsmith.

 

   অজ্ঞানের অন্ধকারে

অজ্ঞান (p. 0009) [ ajńāna ] a lacking in knowledge; ignorant; foolish; uneducated; unconscious, fainted; infatuated. ☐ n. lack of knowl edge; ignorance; (phil.) illusion, maya. ̃কৃত a. done by mistake or owing to ignorance

অন্ধকার (p. 0041) [ andhakāra ] n darkness, gloom; absence of light. ☐ a. dark, gloomy; darkened with gloom, dejection etc. (অন্ধকার মুখ)

   আড়ালে চাকিছ যারে

চাকা2 (p. 0352) [ cākā2 ] n a wheel (গাড়ির চাকা); anything round or wheel-shaped; a round piece (মাছের চাকা). ☐ a. wheel-shaped, dis coid, round (চাকা দাগ).

 

তোমার সঙ্গল চাকি গড়িছে সে ঘোর ব্যঝান ব্যবধন (?)

সঙ্গে (p. 0972) [ saṅgē ] prep in the company of; in possession of; together with, along with;

সঙ্গ (p. 0967) [ saṅga ] n company, association. সঙ্গ করা v. to associate with. সঙ্গ দেওয়া v. to give one company. সঙ্গ পাওয়া v. to come in con tact of; to enjoy the company of.

ঘোর (p. 0338) [ ghōra ] a dreadful, frightful, awful (ঘোর বিপদ); severe (ঘোর যুদ্ধ); excessive, extreme, intensive (ঘোর নেশা); beside oneself, dead (ঘোর মাতাল); dense and dark (ঘোর অরণ্য); deep (ঘোর অন্ধকার, ঘোর লাল); sound (ঘোর নিদ্রা); dark (ঘোর সন্ধ্যা)

ব্যক্তি (p. 0794) [ byakti ] n a person (usu. masc.) a man; (phil.) an invidual or individuality; manifesta tion.

ব্যক্ত (p. 0794) [ byakta ] a expressed, revealed, exposed; ut tered, said; disclosed; divulged; mani fest. ব্যক্ত করা v. to express, to reveal, to expose; to utter, to say; to disclose, to divulge; to manifest.

ব্যবধান (p. 0794) [ byabadhāna ] n intervening distance, distance; a location screened from the view; a screen; estrangement (দুই বন্ধুর মধ্যে সৃষ্ট ব্যবধান); stand-offishness, aloofness. সুদূর ব্যবধান a far cry.

অপমানে হতে হবে তাহাদের সবার সমান।

Insult there might be to those who are shoman

সমান (p. 0987) [ samāna ] a similar, alike; one and the same; identical; equal; uniform; unchanged, unchanging; impartial; straight; level, flat; (sl.) corrected by sound thrashing (পিটিয়ে সমান করা). ☐ n. one of the five vital airs. সমান করা v. to make similar or alike or identical; to equalize; to make uniform; to straighten; to level, to flatten;

 

 

প্রার্থনা

চিন্ত যেথা ভয়শূন্য, উচ্ছ যেথা শির,

 

জ্ঞান যেথা মুক্তি, যেথা গৃহের প্রাচীর

আপন  প্রাঙ্গণ তলে দিবসশর্বরী

বসুধারে রাখে নাই খন্ড ক্ষদ করি,

যেথা বাক্য হ্রদয়ের উৎসমুখ হতে

উচ্ছসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে

দেশে দেশে দিশে কর্মঘারা ? ধায় ? ঘায়?

অজ্জস্র ? অজ্রস্র সহস্রবিধ চরিতার্থতায়

যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি

বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি --

পৌরুষেরে করে নি শতধা, নি শতধা, নিত্য যেথে

তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা,

নিজ নিজ্জ? হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ,

ভারতের সেই সবর্গে করো জ্রাগরিত।

 

 

 

প্রাঙ্গণ (p. 0692) [ prāṅgপ্রাঙ্গণ (p. 0692) [ prāṅgaṇa ] n a courtyard, a compound.aṇa ] n a courtyard, a compound.