Guru Bandana গুরু বন্দনা
with transliteration


ভব সাগর তারন কারক হে, রবি নন্দন বন্ধন খন্ডন হে,
শরনাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীনজনে।

হৃদি কন্দর-তামস ভস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে।
পরব্রহ্ম পরাৎপর বেদভনে, গুরুদেব দয়া কর দীনজনে।

মন বারন-শাসন অঙ্কুশ হে, নবত্রান তরে হরি চাক্ষুষ হে,
গুনগান পরায়ন  দেবগনে,
গুরুদেব দয়া কর দীনজনে।

কুলকুন্ডলিনী-ঘুম-ভঞ্জক হে, হৃদি গ্রন্থি বিদারন কারক হে,
মম-মানস চঞ্চল-রাত্রি দিনে, গুরুদেব দয়া কর দীনজনে।

রিপুসূদন মঙ্গল নায়ক হে, শুখ শান্তি বরাভয় কায়ক হে,
ত্রয় তাপ হরে গব নাম গুনে, গুরুদেব দয়া কর দীনজনে।

অভিমান প্রভাব বির্মদ্দক হে, গতিহীন জনে তুমি রক্ষক হে।

চিত শঙ্কিত বঞ্চিত ভক্তিধন, গুরুদেব, দয়া কর দীনজনে।

 

তব নাম সদা শুভ সাধক হে, পতিতাধম-মানব-পাবক হে

মহিমা তব গোচর শুদ্ধমনে, গুরুদেব, দয়া কর দীনজনে।

 

জয় সদ্‍গুরু ঈশ্বর প্রাপক হে, ভব রোগ-বিকার বিনাশক হে।

মন যেন রহে তব শ্রীচরণে, গুরুদেব, দয়া কর দীনজনে।